বুধবার (১৮ মার্চ) সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে ড্রেনের মুখে ‘ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনের সময় এ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
নৌ প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণসহ সতর্কতামূলক কাজ করছে।
‘তিনি (নৌ প্রতিমন্ত্রী) প্রয়োজন ছাড়া নৌপথে মানুষের যাতায়াত সীমিত করার অনুরোধ জানান। ’
গত ৮ মার্চ থেকে সর্বশেষ ১৭ মার্চ পর্যন্ত বাংলাদেশে মোট ১০ জন করোনা ভাইরাসে সংক্রমণের খবর দিয়েছে সরকারের সংস্থা রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
প্রতিশোধকহীন ছোঁয়াছে এ ভাইরাস হতে মুক্তির জন্য বিশেষজ্ঞরা ভ্রমণ সতর্কতার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমআইএইচ/ওএইচ/