বুধবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিলে এনআরবিসি ব্যাংকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'মুজিব কর্নার' উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ইতালি ও স্পেন করোনা ভাইরাসকে সঠিক সময়ে আমলে না নিয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে।
বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, যিনি হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
পিএম/এএ