সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‘বাংলাদেশ সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু সংক্রান্ত’ ‘নির্দেশনায় বলা হয়, বিভিন্ন দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে একান্ত অপরিহার্য না হলে বাংলাদেশ সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার জন্য আর্দিষ্ট হয়ে অনুরোধ করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘একজন কর্মকর্তা দৈনিক পাঁচটি দর্শনার্থী পাস ইস্যু করতে পারেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের পাস ইস্যু না করতে নিরুৎসাহিত করা হয়েছে। ’
‘সরকারি হিসাবে বাংলাদেশে গত ৮ মার্চ হতে এ পর্যন্ত ১০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর করোনা সন্দেহে বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে আছেন হাজারো মানুষ। ’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ আদেশের পর কর্মকর্তাদের এ নির্দেশনা পালনের জন্য বলেছে মন্ত্রণালয় ও বিভাগুলো।
প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে মন্ত্রী-সচিবদের পাশাপাশি কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী প্রবেশ করেন। জনসমাগমপূর্ণ এলাকায় করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বুধবার (১৮ মার্চ) অর্থ বিভাগ তাদের কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার কথা জানিয়েছেন।
সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে ১৫ মার্চ (রোববার) থেকে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করার মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশ করানো শুরু হয়। তখন থেকেই শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি হলেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ’করোনা ভাইরাস সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতে প্রয়োজন হলে অন্যদেশের মতো যেখানে শাটডাউন প্রয়োজন করা হবে। ’ ‘সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সেজন্য যা যা করণীয় করা হবে। ’
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমআইএইচ/এএটি