বুধবার (১৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাতলাগাড়ী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিন্নাতুল ইসলাম।
উচ্ছেদ অভিযানের সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
পাউবো ঝিনাইদহ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, জিকে সেচ খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা টিনশেড, কাঁচা-পাকা ও আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসআরএস