ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় জিকে সেচ খালের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
শৈলকুপায় জিকে সেচ খালের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহ: ঝিনাইদহে শৈলকুপায় অভিযান চালিয়ে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রধান সেচ প্রকল্পের খালের দু’পাড়ে জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাতলাগাড়ী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিন্নাতুল ইসলাম।

উচ্ছেদ অভিযানের সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

পাউবো ঝিনাইদহ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, জিকে সেচ খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা টিনশেড, কাঁচা-পাকা ও আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।