বুধবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ।
দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার মজলিসপুর এলাকার ওয়ারেস আলীর ছেলে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ জানান, ১৩ মার্চ ওমান থেকে বাংলাদেশে আসেন শরিফুল ইসলাম। করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় তাকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়। তিনি হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য ভেড়ামারা পূবালী ব্যাংকে আসেন। এসময় তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
তিনি আরও জানান, ভেড়ামারা উপজেলায় ২০ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে হোম কোয়ারেন্টাইন এ থাকা ব্যক্তিদের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এনটি