ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
কুষ্টিয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় হোম কোয়ারেন্টাইন না মানায় শরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ।  

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার মজলিসপুর এলাকার ওয়ারেস আলীর ছেলে।

তিনি গত ১৩ মার্চ ওমান থেকে বাংলাদেশে আসেন।  

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ জানান, ১৩ মার্চ ওমান থেকে বাংলাদেশে আসেন শরিফুল ইসলাম। করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় তাকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়। তিনি হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য ভেড়ামারা পূবালী ব্যাংকে আসেন। এসময় তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।  

তিনি আরও জানান, ভেড়ামারা উপজেলায় ২০ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে হোম কোয়ারেন্টাইন এ থাকা ব্যক্তিদের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।