বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মেইনগেটের পাশে পেঁয়াজ চাষি ও কৃষি অধিকার কর্মীদের মানববন্ধনে সভাপতিত্ব করেন সিফামসের উপ-সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম।
মানববন্ধনে চাষিদের পক্ষ থেকে তিনি বলেন, আগামী চার মাস পেঁয়াজ আমদানি না করতে অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি পাবনা গিয়েছিলাম মঙ্গলবার (১৭ মার্চ)। সেখানে ২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৩৫ টাকা করে পড়েছে। এতে কৃষকদের লোকসান হচ্ছে।
তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, পেঁয়াজ চাষিদের ক্ষতির মুখ থেকে রক্ষা করতে অন্তত পেঁয়াজের মৌসুমে যেন কোনো পেঁয়াজ আমদানি না করা হয়।
মানববন্ধনে সিফামসের নেতাদেরসহ বিভিন্ন কৃষক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এইচএমএস/এএটি