বুধবার (১৮ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে এ তথ্য জানানো হয়।
বিমান সূত্র জানিয়েছে, ১৯ মার্চের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের দু’টি, ঢাকা-সিলেট-ঢাকা রুটের একটি, ২০ মার্চ ঢাকা-সিলেট-ঢাকা রুটের একটি, ২১ মার্চ বিমানের ঢাকা-যশোর-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা রুটের ফ্লাইট ও ২২ মার্চ ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে যাত্রী সংকট থাকায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
এদিকে করোনা ভাইরাসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এরই মধ্যে ভারত, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান ও মালয়েশিয়া রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
টিএম/এবি