বুধবার (১৮ মার্চ) সকালে শহরের বনরূপাসহ বিভিন্ন এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণকালে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বিষয়টি জানান।
এসময় রাঙামাটি নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ, পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, জেলা রোভার স্কাউট কমিশনার নুরুল আবছার উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত কয়েকদিনে রাঙামাটিতে বিদেশ ফেরত ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা মোকাবেলায় রাঙামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনে ৫০ শয্যা, জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যা এবং কাপ্তাই উপজেলায় ৫০ শয্যার নতুন হাসপাতাল রাখা হয়েছে।
রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বাংলানিউজকে জানান, রাঙামাটিতে বিদেশ ফেরত ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এনটি