তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি দ্রুত সময়ে চীনের মতো বিশেষ হাসপাতাল করতে চায় তাহলে প্রধানমন্ত্রী অর্থায়ন করতে না করবেন না বলে আমার বিশ্বাস।
বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সরকারি ক্রয় সংক্রান্ত’ বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব নাসিমা বেগম উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্ব বিপদে আছে। আমরা বিশ্বের একটা অংশ করোনা ভাইরাস থেকে মুক্ত বা দূরে আছি সেটা বলতে পারবো না। ইতোমধ্যে আমাদের দেশে এসে গেছে। সংখ্যায় কম হলেও এসেছে এটা আমাদের স্বীকার করতে হবে। যাতে করে এর সংখ্যা কম রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের এখন অভিজ্ঞতা হয়েছে প্রথমে যখন চীনে শুরু হয়েছিল তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। এজন্য তাদের একটু বেশি ভোগতে হয়েছে।
তিনি বলেন, সম্মিলিতভাবে কিভাবে মোকাবিলা করা যায় সেই চেষ্টা চলছে। কি করলে দেশ ও জাতিকে মুক্ত রাখতে পারি সেলক্ষ্যে কাজ করছে সরকার। আর এই কাজটি করার দায়িত্ব আমাদের সবার। এটা শুধু স্বাস্থ্য বা অর্থমন্ত্রণালয়ের কাজ না আমি মনে করি এটা সবার কাজ।
আশ্বস্ত করে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি কোনো আর্থিক কোনো সমস্যায় পড়ে বা তাদের আর্থিক কোনো সক্ষমতা নেই। আমাদের অর্থের কোনো সমস্যা নেই। আমরা আর্থিকভাবে সক্ষম আছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনো যন্ত্রাংশ কিনতে লাগে, আনুষাঙ্গিক সাপোর্ট বাড়াতে হয়।
আমাদের জানালে আমরা যথা সম্ভব সহায়তা করবো। সকলভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করবো অর্থায়ন করে। যাতে তারা তাদের কাজগুলো সুন্দরভাবে প্রয়োজনীয়তার তুলনায় কোনোভাবে পিছিয়ে না থেকে কাজ করতে পারে।
আইএমএফ করোনা মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা করেছে সেখানে আমাদের সরকার এটা নিয়ে কোনো চিন্তা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইএমএফ টাকা দিলে আমাদেরকেও টাকা দেবে। আমরাও পাবো সেখানে। আইএমএফসহ এডিবি ও টাকা দেবে। করোনা ভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক মহল থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই সেটা আপনাদের জানাবো।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০/আপডেট: ১৯১৬ ঘণ্টা
জিজিসি/এএটি