ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরতে বাধা নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরতে বাধা নেই

ঢাকা: বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ভারতে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর এ সিদ্ধান্ত কার্যকর হবে ১৮ মার্চ থেকে।

বুধবার (১৮ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা ভারতে ফিরে যেতে পারবেন।

তবে ভারত ভ্রমণকারী ভারতীয় নাগরিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর ১৮ মার্চ থেকে তারা ফিরতে পারবেন।

বাংলাদেশ থেকে ভারতে স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফিরতে পারবেন তারা। এছাড়া বিভিন্ন স্থলবন্দরের সীমান্ত দিয়েও ফিরতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।