হোম কোয়ারেন্টাইনে থাকা ও লোক সমাজে না যাওয়ার পরামর্শ অমান্য করে সিঙ্গাপুর ফেরত মিজান ১৪ মার্চ বাড়িতে ফিরে ১৫ মার্চ বিয়ের পিঁড়িতে বসেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, মিজান অসুস্থ নন।
মিজানুর রহমান ওই উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের গোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা জনৈক মকবুল হোসেনের ছেলে। বিয়ে করেছেন একই গ্রামের গফুর হাফেজের মেয়ে কুলসুমকে।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু জানান, মিজানের বিদেশ থেকে ফেরার বিষয়টি তিনি জানতেন না। জানার পর তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিয়ে করার বিষয়টিও তিনি জানেন না বলে জানিয়েছেন।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন জানান, মিজান ছাড়াও শোলাকুড়িতে আরও একজন বিদেশ ফেরত লোকের সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্যে কোনো লক্ষণ পাওয়া যায়নি। হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পরিদর্শনে যাওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এনটি