ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসা সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
চিকিৎসা সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে চীন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং

ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিপুল সংখ্যক টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।

এ বিষয়ে ঢাকার চীন দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দূতাবাস।

বুধবার (১৮ মার্চ) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।



চীনা দূতাবাস জানায়, করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিপুল সংখ্যক টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীনের ঢাকার দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও এ তথ্য জানানো হয়েছে।

চীন দূতাবাস জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য করোনা মহামারিরোধে চীন বরাবরই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিল, আগামীতে থাকবে।

বাংলাদেশ সময় ১৯.১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।