বরিশালে কোচিং সেন্টারগুলো চলছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) দুপুরে নগরের বগুড়া রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর বাংলানিউজকে জানান, অভিযানকালে নগরের লস্কর লেনে রাইট একাডেমি নামে একটি কোচিং-এ ক্লাস কার্যক্রম চলমান পাওয়া যায়।
তিনি বলেন, সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় কোচিংয়ের ম্যানেজার সুমনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে সরকারি আদেশ অমান্য না করা ও করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের কোচিং এনে জমায়েত না করার জন্য পরামর্শ দেওয়া হয়।
তিনি আরও বলেন, অপরদিকে নগরের লস্কর লেন এলাকার বেশ কয়েকটি কোচিংয়ে কার্যালয় খোলা পাওয়া যায় কিন্তু ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমএস/আরআইএস/