ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বিদেশ ফেরত ১৭৪ জন হোম কোয়ারেন্টাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
কুমিল্লায় বিদেশ ফেরত ১৭৪ জন হোম কোয়ারেন্টাইনে

কুমিল্লা: বিদেশ ফেরত কুমিল্লা জেলার ১৭ উপজেলায় বুধবার (১৮ মার্চ) নতুন করে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগে থেকে ১৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সব মিলিয়ে কুমিল্লায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭৪ জন। 

স্থানীয়রা বলছেন, তারা ইতালি, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও জাপান থেকে দেশে এসেছেন বিভিন্ন সময়।  

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসার কারণে তাদের মধ্যে যদি সর্দি-কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ শরীরে কোনো সমস্যা দেখা দিলে আমাদের জানানোর পরামর্শ দিচ্ছি।  
‘এমন কোনো সমস্যা হয় তাহলে এখানকার চিকিৎসকেরা কার্যকর পোশাক পরে ওই রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে তা ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠাবেন। পরীক্ষায় যদি কিছু ধরা পড়ে তাহলে পরবর্তী নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমএ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।