ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

ঢাকা: রাজধানীর আগারগাঁও নতুন রাস্তায় ছিনতাইকারী ধরতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক সহকারী উপ পরিদশর্ক (এএসআই) নিহত হয়েছেন। তিনি কাফরুল থানায় কর্মরত ছিলেন।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

কাফরুল থানার পরিদশর্ক (ওসি অপারেশন) মো. জাহানুর আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

 

তিনি জানান, এক যুবক ছিনতাই করে পালাচ্ছিলো তখন সেখানে দায়িত্বরত ছিলেন এএসআই জাহাঙ্গীর। তিনি চিৎকার শুনে ছিনতাইকারীকে ধরতে রাস্তায় চলে গেলে আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।  

পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।