বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার পরিদশর্ক (ওসি অপারেশন) মো. জাহানুর আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, এক যুবক ছিনতাই করে পালাচ্ছিলো তখন সেখানে দায়িত্বরত ছিলেন এএসআই জাহাঙ্গীর। তিনি চিৎকার শুনে ছিনতাইকারীকে ধরতে রাস্তায় চলে গেলে আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এজেডএস/আরএ