একইসঙ্গে আমন্ত্রিত অতিথিদের দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) রাতে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে গুলশানের এসিল্যান্ড ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, গত ১৩ মার্চ আমেরিকা থেকে ওই প্রবাসী দেশে আসেন। তার হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকার পরেও গলফ ক্লাবে পূর্বনির্ধারিত বিয়ের রিসিপশনের আয়োজন করা হয়। এমন খবর পেয়ে রাত ৮টার পর সেখানে পুলিশ ও স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ইশতিয়াক আহমেদ বাংলানিউজকে বলেন, আমেরিকান প্রবাসীর পূর্ব নির্ধারিত বিয়ের রিসিপশনের আয়োজন ছিলো গলফ ক্লাবে। তবে অনুষ্ঠানস্থলে গিয়ে বর-কনেকে পাওয়া যায়নি। পরে তাদের অনুষ্ঠানস্থলে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। আমন্ত্রিত অতিথিদের দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।
তিনি আরও বলেন, পরে অনুষ্ঠানস্থলে আগতরা সবাই চলে যান। করোনা সংক্রমণরোধে যেকোনো জমায়েতকে নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে যেকোনো পারিবারিক অনুষ্ঠান, যেখানে অনেক লোক সমাগত হতে পারে সেসব অনুষ্ঠানকে নিরুৎসাহিত করা হচ্ছে।
জনসচেতনতা বাড়াতে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
পিএম/আরএ