বুধবার (১৮ মার্চ) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মুজাহিদ জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানায়, বুধবার সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে জীবননগর উপজেলা মাকের্টের একটি জুয়েলার্সের দোকানে যায় মুজাহিদ। এসময় তৃষ্ণার্ত হলে সে পানি ভেবে জুয়েলার্সের দোকানের বোতলে থাকা এসিড পান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আরএ