বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার শিকার খাঁ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজস্ব কর্মকর্তাদের বহনকারী প্রাইভেটকারটি তামাবিল শুল্ক স্টেশন থেকে রওয়ানা হয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলো।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সেলিনা ফারহানা শিশুকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত রিনা সরকার এখন শঙ্কা মুক্ত আছেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে, তবে ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এনইউ/আরএ