বুধবার (১৮ মার্চ) দিনগত রাতে র্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটকরা হলেন- বরগুনা সদর থানাধীন গৌরিচন্নার আমতলী এলাকার মৃত হাতেম আলী হাওলাদেরর ছেলে মো. আবু সালেহ (৪৫) ও কদমতলার খাজুরতলা এলাকার আলী আকাব্বর মৃধার ছেলে মো. ইউসুফ মিরাজ (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটক মো. আবু সালেহ ও মো. ইউসুফ মিরাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। উভয়ই শীর্ষ জেএমবি সদস্য মো. সুলতান নাসির উদ্দিন ওরফে নাসিরসহ বিভিন্ন শীর্ষ জেএমবি নেতার সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে।
তারা সংগঠনের সদস্য ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া এর আগে গ্রেফতারকৃত অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে আটক আসামিদের বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
আটকরা জেএমবির সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় পলাতক আসামিদের দাওয়াত দেয়। বর্তমানে তারা ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থি কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিল।
বাংলাদেশ সময়: ০২৫১ ঘন্টা, মার্চ ১৯, ২০২০
এমএস/আরএ