বুধবার (১৮ মার্চ) দিনগত রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরতলির ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বাসের ডান পাশে সবকটি জানালার গ্লাস ভেঙে ফেলে।
আহতদের মধ্যে ওয়াসেল মিয়া (৫৫), বাচ্চু মিয়া (৩৫), শরীফুল মিয়া (২৬), আমবিয়া বেগম (৫৩), মর্জিনা খাতুন (৪০), মাবিয়া খাতুনের (৪৫) নাম জানা গেছে। তারা সবাই সুনাগঞ্জ জেলার বাসিন্দা।
আহত বাসের যাত্রী বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, আমরা সবাই কুমিল্লা জেলার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামে পীরের বাড়িতে গিয়েছিলাম। সেখানে একদিন থাকার পর আজ বিকেলে ওই বাসে করে বাড়ির দিকে রওনা হই। চলন্ত বাসে হঠাৎ বিকট একটা শব্দ শুনতে পাই। পরে দেখি ৪/৫ জনের একটি দল আমাদের বাসটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে। একপর্যায়ে তারা লাঠি দিয়ে আঘাত করতে থাকে। তখন জানালার গ্লাস ভেঙে আমাদের গায়ে পড়ে অনেকের হাত মাথা কেটে যায়। সবাই চিৎকার করতে শুরু করলে তারা কিছুক্ষণ হামলা চালিয়ে পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা হামলা করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আরএ