ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে চাল বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
বেশি দামে চাল বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে করোনা ভাইরাসের প্রভাব দেখিয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনীর মহেশগঞ্জ চালের বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় চৌমুহনী খাদ্য বিতানকে ২৫ হাজার টাকা ও মেসার্স সুকান্ত বিকাশ সাহাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিয়া ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ৪২৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।