ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে মেডিক্যাল কলেজ-হাসপাতাল করবে রেলওয়ে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
চট্টগ্রামে মেডিক্যাল কলেজ-হাসপাতাল করবে রেলওয়ে 

ঢাকা: চট্টগ্রামে রেলওয়ের জায়গায় ৫০০ শয্যাবিশিষ্ট বহুমুখী বিষেশায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ও ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা রেলভবনের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। 

বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার/ব্রিজ ও প্রকল্প পরিচালক আহসান জাবির ও ইউনাইটেড গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে এ হাসপাতাল নির্মিত হবে।

 

 চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, দেশকে এগিয়ে নেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে এগিয়ে আসতে হবে। দেশে মেধাকে কাজে লাগাতে হবে। যারা বিদেশে আছেন দেশকে গড়ে তোলার জন্য তারাও উদ্যোগ নিতে পারেন। সম্মিলিত উদ্যোগেই আমরা দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো।

চট্টগ্রামের সিআরবি এলাকায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ১০০ আসনবিশিষ্ট মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। মোট ছয় একর জায়গার উপর এটি প্রতিষ্ঠিত হবে। এখান থেকে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ২০ শতাংশ কম মূল্যে সেবা দেবে। ৫০ বছর পরে নির্মাণকারী প্রতিষ্ঠান রেলওয়ের কাছে হাসপাতালটি হস্তান্তর করবে। এই হাসপাতাল নির্মাণের সম্ভাব্য ব্যয় ৩৯৮.৯৮ কোটি টাকা।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আল কামাল সিদ্দিকী উপস্থিত ছিলেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, ইউনাইটেড গ্রুপের ঊধর্বতন কর্মকর্তা, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।