ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নিম্নমানের কাজের জন্যই ভেঙে যায় কলেজ গেট 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
নিম্নমানের কাজের জন্যই ভেঙে যায় কলেজ গেট 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে নির্মাণাধীন কলেজের গেট ভেঙে ৪ জন নিহত হওয়ায় ঘটনায় গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদ-উজ জামান বাচ্চুকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে অপরিকল্পিত ও নিম্নমানের কাজের জন্যই কলেজ গেটের ছাউনি ভেঙে হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। ইতোমধ্যে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) সরেজমিনে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার এলাকায় গেলে অপরিকল্পিত ও নিম্নমানের কাজের কারণে নির্মাণাধীন কলেজ গেটের ছাউনি ভেঙে পড়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা।  

তালম ইউনিয়ন পরিষদের  ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর আশরাফুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর আবু তাহের সরকার, স্থানীয় চা-স্টল দোকানদার মনিরুল ইসলাম রস্তুম এবং আক্কাস আলীসহ একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, কলেজের অধ্যক্ষ আসাদ-উজ-জামান সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে গেটটি নির্মাণ করছেন। এ কাজে কোনো ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি বা নকশা তৈরি করা হয়নি। অধ্যক্ষ নিজেই সবকিছু করেছেন। কাজে অনিয়মের বিষয়ে স্থানীয়ভাবে বাধা দেওয়া হলেও তিনি কারও বাধা মানেননি। অপরিকল্পিতভাবে কাজটি করার কারণে আচমকা হাটের মানুষের ওপর গেটটি ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।  

গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি গজেন্দ্রনাথ মাহাতো বলেন, কলেজের নিজস্ব অর্থায়নে গেট নির্মাণ কাজটি অধ্যক্ষ নিজেই করছেন। এক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, অপরিকল্পিতভাবে নির্মাণাধীন গেটের উপরের অংশে ৫ ইঞ্চি দেয়ালের উপরে ১ মিটার প্রস্থ ও ২০ ফুট দৈর্ঘে্যর একটি ছাউনি নির্মাণ করা হয়েছিল। যা নির্মাণে কোনো রড ব্যবহার হয়নি, শুধু সিমেন্ট ও বালু দিয়ে তৈরি করা ওই ছাউনির ওজনও অনেক। এ কারণেই সেটি ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে মঙ্গলবার (১৮ মার্চ) গভীর রাতে দুর্ঘটনায় নিহত গাবরগাড়ী গ্রামের তোজাম্মেল হকের জামাতা আব্দুস সাত্তার বাদী হয়ে কলেজের অধ্যক্ষ আসাদ-উজ-জামানসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, মঙ্গলবার রাতে নিহত ২ জনের পক্ষ থেকে অধ্যক্ষসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্ত চলছে।  
জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বলেন, তাড়াশে কলেজ গেট ভেঙে ৪ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো. গোলাম রাব্বীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।  

কমিটির অন্য সদস্যরা হলেন- তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান ও উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া। আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।  

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তাড়াশের গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাউনি ভেঙে পড়ে ৪ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।  

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।