ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার সব দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
কুষ্টিয়ার সব দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা

কুষ্টিয়া: করোনা ভাইরাসের কারণে কুষ্টিয়ায় দর্শনীয় স্থান, বিনোদন কেন্দ্র, পার্ক ও কমিউনিটি সেন্টার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থানসমূহ, বিনোদন কেন্দ্র, পার্ক ও কমিউনিটি সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

উল্লেখ্য কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে- শিলাইদহ কুঠিবাড়ী, মীর মোসাররফ হোসেন স্মৃতি যাদুঘর, কাঙাল হরিনাথ স্মৃতি যাদুঘর, ছেঁউড়িয়ার লালন আখাবাড়ী, কুষ্টিয়া রেনউইক বাঁধসহ বেশ কয়েকটি পার্ক ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।