ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
নওগাঁর মান্দায় ট্রাকচাপায় নিহত ১

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর এলাকায় ট্রাকচাপায় দেওয়ান আকবর আলী (৫৫) নামে ইটভাটার একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আকবর আলী ওই এলাকার বাসিন্দা।

 

আহতরা হলেন- ওয়াহেদ (৫২) ও শাহিন (২৫)। হতাহতরা সবাই বিজয়পুর এলাকায় আব্দুস সামাদের ইটভাটার শ্রমিক।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর বাংলানিউজকে জানান, সকালে বিজয়পুর এলাকায় ভ্যানে করে কাঁচা ইট নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আকবরসহ ওই দুইজন। এ সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকবরের মৃত্যু হয় এবং আহত হন সঙ্গে থাকা ওই দু’জন।  

ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। আর আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।