মো. দাউদ আলীকে রোমানিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং কল্যাণ) মো. দাউদ আলীকে রোমানিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত হিসেবে মনোনীত দাউদ আলী একজন পেশাদার কূটনীতিক।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। দাউদআলী তার বণার্ঢ্য কূটনৈতিক জীবনে বাংলাদেশ মিশন টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সদর দফতরে বিভিন্ন পদে সফলতার সঙ্গে কাজ করেছেন তিনি।
দাউদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত এবং দু’ সন্তানের জনক।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
টিআর/এফএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।