বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস এ নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি বাস্তবায়ন করতে ষাটগম্বুজে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।
দুপুরে কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বাংলানিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে ষাটগম্বুজসহ আশপাশের পর্যটন এলাকায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসআরএস