বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, করোনা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিতের জন্য আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করেছি। তারা সচেতনতা বৃদ্ধি ও বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে কাজ করছেন।
ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, গেল কয়েকদিনে বাগেরহাটে ৩ হাজার ৩০০ প্রবাসী এসেছেন। এদের মধ্যে ২৫৫ জন বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আমরা গ্রাম পুলিশদের সহায়তায় বাগেরহাটের মধ্যে যারা অবস্থান করছে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করছি। তবে বিদেশ ফেরত কোনো ব্যক্তি যদি হোম কোয়ারেন্টিনে না থাকতে চান, তাকে প্রথমে বোঝানো হবে। যদি না বোঝেন, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলা সদর হাসপাতালে ২০০টি এবং জেলা সদরের বাইরে আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ নিকটবর্তী স্থানে প্রত্যেকটিতে ১০০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ডাক্তার ও নার্স সমন্বয়ে র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সর্তক থাকার জন্য পরমর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এনটি