বৃহস্পতিবার (১৯ মার্চ) নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন কর্মসূচি শুরু হয়।
হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার ও তার সহধর্মিনী মিসেস পেন্ডোরা চৌধুরী, মিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জন্মদিনের কেক কাটা, বেলুন ওড়ানো, শিশুদের মধ্যে ‘মুজিব গ্রাফিক্স নভেল’ বই বিতরণ ও বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে হাইকমিশনার মো. শামীম আহসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন। জাতির পিতার আদর্শ বাঙালিদের নিরন্তর অনুপ্রেরণার উৎস হিসেবে সবসময় কাজ করবে। শৈশব থেকেই শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দৃশ্যমান অকৃত্রিম ভালোবাসা পরিণত বয়সে তা মহান নেতার রাজনৈতিক দর্শন ও ‘মানুষের প্রতি ভালোবাসা’র মধ্য দিয়ে কীভাবে প্রতিফলিত হয় তার ওপর হাইকমিশনার আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হেড অব মিশন মোহাম্মদ শাহ ইকরামুল হক। এতে আরও বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল আনোয়ার ও মিশনের প্রথম সচিব বিদোষ চন্দ্র বর্মন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
টিআর/আরবি/