ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথার বরখেলাফ করেন না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথার বরখেলাফ করেন না’ বক্তব্য রাখছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন, তা কার্যকর করেন। তার কথার বরখেলাপ হয় না। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) ফেনীর মহিপাল চৌধুরী বাড়ি সড়কে সদর উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজাম উদ্দিন হাজারী বলেন, মডেল মসজিদ নির্মাণের তহবিল দেওয়ার কথা ছিল সৌদি সরকারের।

সবকিছু চূড়ান্ত করার পরে তারা পিছিয়ে যায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা দিয়েছেন, তা রেখেছেন। তার কারণেই সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ চলছে। মডেল মসজিদের জন্য মহিপালের চৌধুরী বাড়ির রাস্তা তিন ফুট করে বাড়িয়ে উভয় পাশে ছয় ফুট প্রশস্ত করা হবে। রাস্তা প্রশস্তকরণের জন্য তিনি এলাকাবাসী ও পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। জাতির পিতার অস্তিত্ব না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। যার যে সম্মান, যে যোগ্য তাকে সেটা দিতে হবে।

দেশের বাইরে থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকার কথা উল্লেখ করে এমপি নিজাম বলেন, আপনারা মানবিক হোন। আপনাদের কারণে দেশের মানুষের যেন কোনো ক্ষতি না হয়। সেজন্য সব প্রবাসীকে সচেতন হতে হবে।

গণপূর্ত অধিদপ্তরের ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ফেনী সদর উপজেলা পরিষদ আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন ফেনীর সহকারী পরিচালক নুরুল আবছার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্থানীয় কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল প্রমুখ।

অনুষ্ঠান শেষে ফেনী মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি নিজাম উদ্দিন হাজারী।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।