ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রত্নতাত্ত্বিক জাদুঘর ২ এপ্রিল পর্যন্ত বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
প্রত্নতাত্ত্বিক জাদুঘর ২ এপ্রিল পর্যন্ত বন্ধ

ঢাকা: করোনা ভাইরাসের কারণে দেশের প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।

আগামী ২ এপ্রিল পর্যন্ত এগুলো বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলানিউজকে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া।

তিনি জানান, দেশে করোনা ভাইরাসের প্রকোপ হওয়ার কারণে জনস্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় দেশের সব প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে দাপ্তরিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহাপরিচালক হান্নান।

তিনি জানান, অধিদপ্তরের অধীনে ২১টি প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে। এসব জাদুঘরের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি প্রদর্শিত হচ্ছে। এগুলোতে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এগুলো বন্ধ থাকবে।

এছাড়াও ৫১৯টি সংরক্ষিত পুরাকীর্তি রয়েছে। এগুলো উন্মুক্ত থাকে। সেগুলোতেও দর্শনার্থী এড়ানোর আহ্বান জানিয়েছেন মহপরিচালক।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।