ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ‘হোম কোয়ারেন্টিন’ না মানায় প্রবাসীকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
পুঠিয়ায় ‘হোম কোয়ারেন্টিন’ না মানায় প্রবাসীকে জরিমানা

রাজশাহী: বিদেশ থেকে এসে ‘হোম কোয়ারেন্টিনে' থাকার সরকারি নির্দেশ অমান্য করায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক প্রবাসীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওলিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।

জানতে চাইলে ওলিউজ্জামান বাংলানিউজকে জানান, ওই প্রবাসী গত ৫ মার্চ দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে এসেছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী তার কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তিনি বাইরে ঘোরাফেরা করছিলেন। তাই তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।