ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করছেন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
বগুড়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করছেন ডিসি বগুড়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করছেন ডিসি। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করছেন জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়া শহরের শাহ ফতেহ আলী বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানান।

দেশে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঘোষণার দিন থেকে অন্য জেলার মতো বগুড়ায় দ্রব্যমূল্য বাড়ার প্রবণতা দেখা যায়।

অনেক ব্যবসায়ী ভবিষ্যতের কথা বিবেচনা করে অধিক দ্রব্য কিনে মজুদের চিন্তাও করেছেন। তাই ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি ও ক্রেতাদের প্রয়োজনের অধিক পণ্য না কেনার অনুরোধ করেন ডিসি ফয়েজ।  

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. গাওসুল আজিজ চৌধুরী প্রমুখ।

এদিকে বগুড়ায় গত ১৮ মার্চ পর্যন্ত বিদেশফেরত ১০৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী কেউ যদি হোম কোয়ারেন্টিন না মানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।

বগুড়ায় জেলা প্রশাসন ও পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।