ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে রেললাইনে বাসচালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
যশোরে রেললাইনে বাসচালকের মরদেহ উদ্ধার

যশোর: যশোরে রেললাইন থেকে শাহাবুদ্দিন ওরফে সাবু (৩৭) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে শহরতলির মুড়লি এলাকায় রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত শাহাবুদ্দিন যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের হাসান মোল্লার ছেলে।

যশোর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বাংলানিউজকে বলেন, যশোর শহরের মুড়লি রেলক্রসিঙের পাশে রেললাইনের দুই লোহার পাটির মাঝখানে স্লিপার ও পাথরের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া দুই পা এবং ডান হাত ভাঙা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন দুর্ঘটনায় তিনি মারা গেছেন কিনা তা, ময়নাতদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।