বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল সোয়া ৪টায় এ ভিডিও কনফারেন্স শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বাংলানিউজকে একথা জানান।
ভিডিও কনফারেন্সে নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ভিডিও কনফারেন্সে সংযুক্ত আছেন।
বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে যুক্ত আছেন।
ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমইউএম/এএ