ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে করোনা প্রতিরোধে জেলা পুলিশের প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
ঝালকাঠিতে করোনা প্রতিরোধে জেলা পুলিশের প্রচারণা লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঝালকাঠির শহরের সাধনা মোড়, পৌর মিনিপার্ক, কলেজ খেয়াঘাট, পেট্রোলপাম্প মোড় ও কলেজ মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সহকারী পুলিশ সুপার মাহামুদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, জেলা ডিবির পরিদর্শক মো. ইকবাল বাহার খান, টিআই আল মামুন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, করোনা ভাইরাসের খবরে আতংকিত না হয়ে মানুষ যেন সচেতন হয় সেলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি ও প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মানুষ যেন কাজের বাইরে এক জায়গায় জমায়েত না হয়, সে ব্যাপারে তাদের বোঝানো হচ্ছে।

এদিকে জেলার রাজাপুর উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় বিদেশফেরত তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলায় এই পর্যন্ত মোট ৬৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।