বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঝালকাঠির শহরের সাধনা মোড়, পৌর মিনিপার্ক, কলেজ খেয়াঘাট, পেট্রোলপাম্প মোড় ও কলেজ মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সহকারী পুলিশ সুপার মাহামুদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, জেলা ডিবির পরিদর্শক মো. ইকবাল বাহার খান, টিআই আল মামুন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, করোনা ভাইরাসের খবরে আতংকিত না হয়ে মানুষ যেন সচেতন হয় সেলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি ও প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মানুষ যেন কাজের বাইরে এক জায়গায় জমায়েত না হয়, সে ব্যাপারে তাদের বোঝানো হচ্ছে।
এদিকে জেলার রাজাপুর উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় বিদেশফেরত তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলায় এই পর্যন্ত মোট ৬৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমএস/এএটি