বৃহস্পতিবার (১৯ মার্চ) আইইডিসিআরকে এ শর্টকোর্ড বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান।
জাকির হোসেন খান বাংলানিউজকে বলেন, এ নম্বরে কল দিয়ে গ্রাহক করোনা ভাইরাস সচেতনতায় পরামর্শ পাবেন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি মিনিটের জন্য ৪৫ পয়সা হারে কেটে নেওয়া হবে। তবে অন্যান্য সংস্থাকে একটি নির্দিষ্ট অংকের ফি দিয়ে শর্টকোড নিতে হয়। কিন্তু আইইডিসিআরকে বিনামূল্যে শর্টকোর্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি সংস্থাগুলোতে ৪৫ পয়সা এবং বেসরকারি সংস্থায় বরাদ্দ দেওয়া শর্টকোডে ১ টাকা হারে মিনিট কেটে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমআইএইচ/ওএইচ/