ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

করোনা সচেতনতায় আইইডিসিআরকে ১০৬৫৫ শর্টকোড বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনা সচেতনতায় আইইডিসিআরকে ১০৬৫৫ শর্টকোড বরাদ্দ

ঢাকা: করোনার বিষয়ে (সচেতনতায়) জানতে ও জানাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) ১০৬৫৫ শর্টকোড বরাদ্দ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) আইইডিসিআরকে এ শর্টকোর্ড বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান।

জাকির হোসেন খান বাংলানিউজকে বলেন, এ নম্বরে কল দিয়ে গ্রাহক করোনা ভাইরাস সচেতনতায় পরামর্শ পাবেন।

করেনা ভাইরাস সচেতনতায় আইইডিসিআরকে গ্রাহক যেন আরও বেশি রিচ করতে পারে সেজন্য শর্টকোর্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এ নম্বরে কল করে করোনা ভাইরাস থেকে রক্ষায় সহায়ক উপায় জানা যাবে। স্বল্পসময়ের মধ্যে সেবা নিতে পারবেন গ্রাহক।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি মিনিটের জন্য ৪৫ পয়সা হারে কেটে নেওয়া হবে। তবে অন্যান্য সংস্থাকে একটি নির্দিষ্ট অংকের ফি দিয়ে শর্টকোড নিতে হয়। কিন্তু আইইডিসিআরকে বিনামূল্যে শর্টকোর্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি সংস্থাগুলোতে ৪৫ পয়সা এবং বেসরকারি সংস্থায় বরাদ্দ দেওয়া শর্টকোডে ১ টাকা হারে মিনিট কেটে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।