বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর গুলশানে উত্তর নগর ভবনে এক সভার মধ্যে দিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে ডিএনসিসির মেয়রকে সভাপতি এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা; সচিব; প্রধান প্রকৌশলী; প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা; জনসংযোগ কর্মকর্তা; ডিএনসিসি এলাকার সব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক; ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি; ঢাকা সিভিল সার্জন; ডিএনসিসি এলাকার সব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক; পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা; বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা; পরিচালক, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়; পরিচালক, পরিবার পরিকল্পনা; ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি; সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রতিনিধি; স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি; এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধি। ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমদাদুল হক এ কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন।
এ কমিটি করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেন্টিসহ আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। করোনা সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জাতীয় কমিটির পরামর্শ গ্রহণ করবে।
কমিটি গঠনের এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা।
সভায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। । ডিএনসিসির কমিউনিটি সেন্টারগুলোতে জনসমাগম যাতে না হয় এজন্য সেগুলো আপাতত উৎসব, অনুষ্ঠান ইত্যাদি বন্ধ থাকবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সবাই অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সচিব মোজাম্মেল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক সিরাজুল ইসলাম খান, মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, উত্তরার পরিচালক ডা. মো. মুসফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএইচএস/এএটি