বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সব হোটেল বার, রেস্টুরেন্ট বার ও ক্লাব বার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসেরর কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রথমে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার মালিকদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টির গুরুত্ব বিবেচনায় পরে বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বার বন্ধ রাখার এ নির্দেশনা শুক্রবার (২০ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তী পরিস্থিতি অনুযায়ী করণীয় বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
পিএম/এএ