সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান একথা বলেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নগরীরর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আগামী অর্থবছরের (২০১৯-২০) জন্য উন্নয়ন বাজেটের প্রধান অংশ তথা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, করোনা নিয়ে আমাদের সাবধান হতে, আতংক নয়। আমরা লকডাউনে বিশ্বাসী নই। আপনারা প্যানিক সৃষ্টি করবেন না। আপনারা সাবধানে কাজ করে যান।
করোনার প্রভাবে এডিপি বাস্তবায়নে বাধা হবে ক? এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার প্রভাবে এডিপি বাধাগ্রস্ত হবে। আমরা এ বিষয়ে ব্যবস্থাও নিয়েছি। টাকা কেউ কম খরচ করেছে কেউ বেশি খরচ করেছে। তবে আশা করছি বছর শেষে এডিপি বাস্তবায়নের হার ভালো হবে।
পরিকল্পনা বিভাগের সদস্য (সিনিয়র সচিব). বেগম সাহিন আহমেদ চৌধুরী, পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমআইএস/এএ