ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ।

বরিশাল: জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।

ডিসি বরিশাল ফেসবুক পেজে এ  সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ডিসি অজিয়র। ওই পোস্টটির পক্ষে এরইমধ্যে বরিশাল জেলার নাগরিকরা বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন, তারা এ আহ্বানকে সাধুবাদও জানিয়েছেন।

 

এ  প্রতিবেদন লেখা অবদি অনেকটা আলোচিত এ পোস্টটি ৭২০ জন শেয়ার করেছেন। এছাড়া কমেন্ট করেছেন ৮৭ জন ও লাইক পেয়েছে ৯৭৮টি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে ডিসি অজিয়র রহমান ওই ফেসবুক পেজে জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ব‌রিশালে বিভাগে প্রায় ৫ শত জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।