ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক হুইপ শহীদুল হক জামালের দাফন সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
সাবেক হুইপ শহীদুল হক জামালের দাফন সম্পন্ন  শহীদুল হক জামাল

ঢাকা: জাতীয় সংসদের সাবেক হুইপ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মাগরিবের নামাজের পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে আসরের নামাজের পর ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

 শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাদ আসর ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদের ঈদগাহ মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ মাগরিব তার দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী, বানারীপাড়া-উজিরপুর আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান এমপি শাহে আলম, সাবেক এমপি মনিরুল ইসলাম  বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলমসহ গণমান্য ব্যক্তিরা অংশ নেন।

বুধবার (১৮ মার্চ) ভোর রাত তিনটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপিদলীয় সাবেক হুইপ শহীদুল হক জামাল। পরে বুধবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি প্লেনে তার মরদেহ ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে সেনানিবাসের পোস্ট অফিস এলাকায় তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমএইচ/এএটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।