খুলনা: খুলনার দাকোপ উপজেলায় হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় ভারতফেরত এক নারীকে (৫২) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াদুদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বাংলানিউজকে আবদুল ওয়াদুদ বলেন, উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের কামিনিবাসিয়া গ্রামে ভারতফেরত এক নারীকে করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
কিন্তু তিনি সেই নিয়ম অমান্য করে পরিবারের লোকজনের সঙ্গে মেলামেশা করছিলেন। তাই ভ্রামম্যাণ আদালত বসিয়ে তাকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবারের অন্যান্যদের সঙ্গে না মেশার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমআরএম/এইচজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।