বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অর্থদণ্ড প্রাপ্ত তিনজন হলেন- রামগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের প্রবাসী মো. লিটন, ফতেহপুর গ্রামের আবু নোমান ও রামগতি উপজেলার চর হাসান হোসেন গ্রামের সৌদি প্রবাসী জসিম উদ্দিন।
এদিকে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা ভঙ্গ করায় দুপুরে রামগতি উপজেলার চর হাসান হোসেন গ্রামের সৌদি প্রবাসী জসিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জসিমকে এ জরিমানা করেন।
রামগঞ্জের ইউএনও মুনতাসির জাহান ও রামগতির ইউএনও আবদুল মোমিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসআর/আরআইএস/