ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

করোনায় আতঙ্ক নয়, যেন উৎসবের আমেজ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনায় আতঙ্ক নয়, যেন উৎসবের আমেজ! মোড়ে মোড়ে মানুষের ভিড়। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে মানুষের মধ্যে কোনো আতঙ্কের ছাপ পাওয়া না গেলেও দেখা মেলেছে উৎসবমুখর আমেজের। প্রতিটি এলাকা ও শহরের প্রাণকেন্দ্র যেন মানুষের মিলনমেলায় পরিণত হয় প্রতি মুহূর্তে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কের দুপাশে, শহরের খাজা সুপার মার্কেটের সামনে, চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার ও মিনারের পেছনেসহ প্রতিটি মোড়ে মোড়ে মানুষের ভিড়।

মোড়ে মোড়ে মানুষের ভিড়।  ছবি: বাংলানিউজমানুষ একে অপরের সঙ্গে খোশগল্পে মেতে উঠছেন। এর মধ্যে রয়েছে যানজটও। মাঝেমধ্যে করোনা প্রসঙ্গে কথা বললেও পরক্ষণই সেই আতঙ্কে দূরে ঠেলে আবারও আড্ডায় মাতছেন সবাই। এ যেন উৎসবের আমেজ।

জানা যায়, এর মধ্যে ঢাকাসহ শহরের বিভিন্ন অফিস আদালত তাদের অনেক কর্মচারীদের বাড়িতে অবস্থান করে কাজ করতে নির্দেশ দিয়েছেন। অনেকে করোনার ছলে যোগ দিচ্ছেন না দূরের কর্মস্থলে। এর মধ্যে শিক্ষার্থীদের ছুটি যেন তাদেরকে আরো আড্ডামগ্ন করে তুলেছে। বিকেলের পর যেন শিক্ষার্থীদের আড্ডার মেলা জমে শহরের বিভিন্ন পয়েন্টে। মোড়ে মোড়ে মানুষের ভিড়।  ছবি: বাংলানিউজএমন অবস্থায় রাত ৮টায় র‍্যাব মাঠে নেমে মাইকিং করে ও বুঝিয়ে জনসাধারণকে সরাতে অনেক চেষ্টা করেন। তবে মানুষ তাতেও তেমন সাড়া দেয়নি। এমন অবস্থা চলমান করোনা ঝুঁকিতে মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ জানান, জনসমাগম এখন যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। কাজ কর্ম না থাকলে বাড়িতে থাকাই ভালো। এর মধ্যে এভাবে জনসমাগম যদি হয়ে থাকে তাহলে তা আসলেই ভয়ঙ্কর হতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্টরা তাদের দায়িত্ব পালন করবেন। আমি নিজেই নগরবাসীকে প্রয়োজন ব্যতিত বাড়ি থেকে বের না হতে অনুরোধ করছি।

র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, জনসমাগম না করতে কঠোরভাবে বলা হচ্ছে। নির্দেশ অমান্য করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে র‍্যাবের সদস্যরা নিয়োমিত মাঠে থাকবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।