ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জ্বর-সর্দি-কাশি নিয়ে কারা হাসপাতালে ৮ বন্দি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
জ্বর-সর্দি-কাশি নিয়ে কারা হাসপাতালে ৮ বন্দি

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে জ্বর, সর্দি ও কাশি হওয়ার কারণে আট বন্দিকে নেওয়া হয়েছে কারা হাসপাতালে। সেখানের ১৬ নম্বর ওয়ার্ডে তাদের রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান সুভ বাংলানিউজকে বলেন, আট বন্দির জ্বর, সর্দি ও কাশি দেখা দেওয়ায় কারা হাসপাতালের চারতলার ১৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে তাদের। বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।

ওখানেই তাদের খাবার-দাবার দেওয়া হচ্ছে। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অন্যান্য লক্ষণ নেই। করানো ভাইরাসের আতঙ্কের সময় জ্বর, সর্দি ও কাশি হওয়ার কারণে তাদের আলাদা রাখা হয়েছে।

তিনি বলেন, কারাগারে দশ হাজার বন্দির জন্য মাত্র দুইজন চিকিৎসক। প্রতিদিন কারা হাসপাতালে ২৫০ থেকে ৩০০ রোগীকে চিকিৎসা দিতে হয়। এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বাংলাদেশেও হানা দিয়েছে। তাই নিজের নিরাপত্তা নিজেই করে নিয়ে বন্দিদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

প্রতিদিন কারাগারে প্রবেশ করছে নতুন বন্দি। করোনা ভাইরাস সতর্কতার জন্য তাদের কারাগারটির ভেতরে বনফুল ভবনে ১৪ দিন রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।