বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান বাংলানিউজকে বলেন, 'বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার কেয়ারি ঘাট এলাকার নাফ নদীতে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এসময় মিয়ানমার থেকে সাঁতরে নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান নিয়ে এপারে আসছিলেন তিনজন পাচারকরী। সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তিনটি বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যান । ওই বস্থা থেকে তিন লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর ও অপারেশন অফিসার মেজর রুহুল আসাদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এসবি/টিএ