বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুরহাট কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার বানেশ্বর পূর্বপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে।
রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে রুবেল মোটরসাইকেল নিয়ে পুঠিয়ার বানেশ্বরের দিকে আসছিলেন।
এ সময় রাজশাহীগামী একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রুবেলের মরদেহ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ ওই পুলিশ ফাঁড়িতে রাখা আছে।
বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এসএস/টিএ