বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের জামাল মিয়ার ছেলে।
এসময় আহত দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার বাংলানিউজকে বলেন, নিহত ইয়াছিন মিয়াসহ তিনজন মোটরসাইকেলে করে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে নন্দনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মিয়া নিহত হন। পরে অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
টিএ