ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘কনটেইনমেন্টে’ শিবচরের কিছু এলাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
‘কনটেইনমেন্টে’ শিবচরের কিছু এলাকা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের নির্দিষ্ট কিছু জায়গায় ইতালি প্রবাসীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় করোনা ভাইরাস সংক্রামণ এড়াতে উপজেলার দুইটি ওয়ার্ড ও দুইটি গ্রামকে ‘কন্টেইনমেন্ট’ ঘোষণা করা হয়েছে। এই এলাকায় জনগণের চলাচল সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে শিবচর উপজেলা প্রশাসন আবারও এ নির্দেশনা দেয়। এর আগে, বিকেলে উপজেলার সব স্থানের নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান বাদে সব দোকান বন্ধের বিষয়টি জরুরি মিটিং ডেকে বললেও পরে তা সংশোধন করে উপজেলা প্রশাসন।

তবে নির্ধারিত এলাকাতে জনসমাগম এড়ানোর জন্য ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য বাদে অন্য সব দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে।

>>শিবচরে ওষুধ-কাঁচামাল-মুদি দোকান বাদে সব বন্ধ

জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জরুরি সভার আয়োজন করে প্রশাসন। করোনা সংক্রমণ এড়াতে সভায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সর্বশেষ জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিবচর পৌরসভার দুইটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রামে ‘কনটেইনমেন্ট’ ঘোষণা করা হয়েছে। এসব এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া উপজেলার গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, এ সব এলাকায় জনগণের চলাচল সীমিত করতে কঠোর থাকবে প্রশাসন।

জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, করোনা সংক্রমণ এড়ানোর জন্য শিবচর পৌরসভার দুইটি ওয়ার্ড ও দুই ইউনিয়নের দুই গ্রামের জনগণের চলাচল সীমিত করা হয়েছে। তবে উপজেলার গণ পরিবহন বিশেষ করে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এটাকে আমরা ‘কনটেইনমেন্ট’ বলছি।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।